ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
কালিহাতীতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোজকারচল এলাকায় ট্রাকের উপর থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (৪৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ঢেউটিন বোঝাই একটি ট্রাক সেতুর ১১ নম্বর পিলারের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় সেতুর পিলারে সঙ্গে ধাক্কা লাগলে ট্রাকের উপর থাকা ওই শ্রমিক পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।