ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে কনজুমার ইয়ুথের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ঢাবিতে কনজুমার ইয়ুথের যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পণ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার প্রতিষ্ঠার লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘কনজুমার ইয়ুথ-ঢাকা বিশ্ববিদ্যালয়’ (সিওয়াই-ডিইউ) নামে স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

সচেতন হোন সুন্দর জীবনের জন্য স্লোগানে শনিবার (৯ জানুয়ারি) ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সিওয়াই-ডিইউ এর কমিটি ঘোষণা করেন কনজুমা রইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) সমন্বয়ক পলাশ মাহমুদ।



ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বিনতে কামালকে আহ্বায়ক ও উন্নয়ন অধ্যায়ন বিভাগের ইমরান আহসানকে যুগ্ম আহ্বায়ক করে ২২ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিওয়াই-ডিইউ এর উপদেষ্টা খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এম আখতারুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সুমাইয়া বিনতে কামাল।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।