ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক সাইকেল প্রতিযোগিতায় দুই বাংলাদেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আন্তর্জাতিক সাইকেল প্রতিযোগিতায় দুই বাংলাদেশি ছবি: মাহমুদ পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক সাইকেল প্রতিযোগিতায় অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন দুই বাংলাদেশি। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন তারা।



চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের ৬০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
 
রোববার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিডি সাইক্লিস্ট ইফতেখার আলম তালুকদার ও নিয়াজ মোর্শেদ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আগামী ১৫ থেকে ১৮ জানুয়ারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‍
 
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সিঙ্গপুরের কিডনি ডায়ালিসিস ফাউন্ডেশনের সহযোগিতায় এ চ্যারিটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিযোগীরা সাইকেল চালিয়ে কিডনি রোগীদের জন্য আর্র্থিক সহায়তা সংগ্রহ করবেন। পরবর্তিতে কিডনি রোগীদের জন্য এ অর্থ ব্যয় করা হবে।
 
আকিজ গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম বলেন, যুব সমাজের উন্নয়নে এনার্জি ড্রিংকস ‘স্পিড’ কাজ করছে। আগামীতেও এ ধরনের আয়োজনের সঙ্গে থাকবে স্পিড।
 
বাংলাদেশের দুই প্রতিযোগীর জন্য দেশবাসীর কাছ থেকে দোয়া কামনা করেন আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সম্বয়ক এজাজ মাহমুদ, বিডি সাইক্লিস্টের মাহমুদ হাসান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।