ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে পাওয়ার ট্রিলার উল্টে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
নাগেশ্বরীতে পাওয়ার ট্রিলার উল্টে কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের মন্ডলটারী এলাকায় পাওয়ার ট্রিলার উল্টে সাজু ইসলাম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহত সাজু নাগেশ্বরী উপজেলার গাগলা মন্ডলটারী গ্রামের এরশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাজু ইসলাম একই গ্রামের আরজু ইসলামের পাওয়ার ট্রিলার নিয়ে জমি চাষ করতে যায়। এ সময় আকস্মিকভাবে ট্রিলার উল্টে সে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।