ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন সোমবার ইয়াফেস ওসমান

রাজশাহী: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান পাঁচ দিনের সরকারি সফরে সোমবার (১১ জানুয়ারি) রাজশাহী যাচ্ছেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে সরকারি তথ্য বিবরণীর বরাত দিয়ে মন্ত্রীর এই সফরসূচির তথ্য জানিয়েছেন রাজশাহী জেলা তথ্য অফিসার নাফেয়ালা নাসরিন।



সফরসূচি অনুযায়ী, মন্ত্রী মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজশাহী পরমাণু চিকিৎসা কেন্দ্র ও রাজশাহী বিসিএসআইআর ল্যাব পরিদর্শন করবেন। ওইদিন দুপুরে তিনি পাবনার উদ্দেশে রাজশাহী ছাড়বেন।

বুধবার (১৩ জানুয়ারি) ও বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মন্ত্রী পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (১ম পর্যায়) নির্মাণ সংক্রান্ত প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) ইয়াফেস ওসমান ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।

বাংলাদেশ সময় : ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।