ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ইয়াবাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ঝালকাঠিতে ইয়াবাসহ নারী আটক ছবি: প্রতীকী

ঝালকাঠি: ঝালকাঠিতে ১২০ পিস ইয়াবাসহ তানিয়া আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মা ও শিশু ক্লিনিকের পেছন থেকে তাকে আটক করা হয়।

আটক তানিয়া নলছিটির আখড়পাড়া গ্রামের শামীম চৌধুরীর স্ত্রী।

ঝালকাঠি সিনিয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম মাহমুদ হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ডিবি পুলিশের একটি দল শহরে অভিযান চালায়। এ সময় জেলা শহরের মা ও শিশু ক্লিনিকের পেছন থেকে ১২০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বাদী হয়ে আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।