ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে গ্যাস সংযোগ ফের চালু ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
রাজশাহীতে গ্যাস সংযোগ ফের চালু ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর উন্নয়নের স্বার্থে গত প্রায় ছয়মাস থেকে বন্ধ থাকা গ্যাস সংযোগ ফের চালু, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান।



সমাবেশ থেকে রাজশাহী বিভাগীয় শহরের উন্নয়নের স্বার্থে এ এলাকা থেকে অন্তত দু’জনকে পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় স্থান দেওয়ারও আহ্বান জানানো হয়।

এছাড়া রাজশাহী-আব্দুলপুর ডুয়েল রেলপথ স্থাপনের দাবি জানানো হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে রাজশাহীর বিভিন্ন সংগঠনের নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ডা. আব্দুল মান্নান, সংগঠনের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, প্রকৌশলী ওমর ফারুক, অধ্যাপক জিএম হারুন, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, প্রবীণ সাংবাদিক বুলবুল চৌধুরী, রাবির অধ্যাপক খায়রুল ইসলাম, মিজানুর রহমান, নারী নেত্রী জায়তুনা খাতুন, রাজশাহী চেম্বার পরিচালক এম শরিফ, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা জিয়াউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।