ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে বরিশালের ৩ এমপি ও ১১ মেয়রের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
বঙ্গবন্ধুর মাজারে বরিশালের ৩ এমপি ও ১১ মেয়রের শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল বিভাগের তিন জন সংসদ সদস্য, তিন জন উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত ১১ জন পৌর মেয়র।

রোববার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহের নেতৃত্বে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসিনুর রহমান রিমন, আগৈলঝরা উপজেলা চেয়ারম্যান গোলাম মতুর্জা খান, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিচুর রহমান, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মেহেন্দীগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খান, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী, মুলাদি পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল, বানারীপাড়া পৌরসভার মেয়র সুভাষ চন্দ্র শীল, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবীর, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন, বরগুনা পৌরসভার মেয়র শাহাদত হোসেন, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হালদারসহ বরিশাল বিভাগের বিভিন্ন পৌরসভায় নবনির্বাচিত কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এরআগে আগতদের স্বাগত জানান টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ আহমদ হোসেন মির্জা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে নবনির্বাচিত মেয়ররা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।