ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর থানার এসআই’র বিরুদ্ধে হয়রানির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
মোহাম্মদপুর থানার এসআই’র বিরুদ্ধে হয়রানির অভিযোগ ছবি: সংগৃহীত

ঢাকা: হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী।

রোববার (১০ জানুয়ারি) সকালে ভুক্তোভোগী গোলাম রাব্বী মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



এ প্রসঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, এসআই মাসুদের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তা ও সাবেক সংবাদকর্মী গোলাম রাব্বী একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

এর আগে শনিবার দিনগত রাতে বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য গোলাম রাব্বীকে জোর করে টহল গাড়িতে তুলে রাতভর হয়রানি করে। হত্যার হুমকিও দেয়। পরে খবর পেয়ে রাব্বীর বন্ধুরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন, জানান রাব্বী।

রাব্বীর বন্ধু জাহিদ হাসান বাংলানিউজকে জানান, গোলাম রাব্বীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

রাব্বী জানান, “পুলিশ আমাকে রাতভর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। পরিচয় জানার পর মেরে ফেলার হুমকিও দেয় এসআই মাসুদ শিকদার”।

তবে এ অভিযোগ মিথ্যা দাবি করে মাসুদ শিকদার জানান, “তার দেহ তল্লাশি করতে চাইলে অসহযোগিতা করেন। পরে তাকে আমরা থানায় নিয়ে যাই। মারধর বা নির্যাতন করা হয়নি”।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এনএ/জেডএফ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।