ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

খালেদা জিয়াকে পদ্মাসেতুর কাজ দেখতে বললেন সেতুমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
খালেদা জিয়াকে পদ্মাসেতুর কাজ দেখতে বললেন সেতুমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক উদ্দেশে অন্ধকারে ঢিল না ছুড়ে মাওয়ায় গিয়ে পদ্মাসেতুর কর্মযজ্ঞ দেখেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি পদ্মাসেতু প্রকল্প এলাকায় সার্ভিস এরিয়া-১ এর অফিস কক্ষে সঙ্গে প্রেস ব্রিফিংয়ের সময় মন্ত্রী এ কথা বলেন।



তিনি বলেন, এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেতু নির্মাণে অতিরিক্ত ব্যয় হচ্ছে বলে কমিশনে যে অভিযোগ তুলেছেন, তা অসত্য ও ভিত্তিহীন।

পদ্মার দুই পাড়ে নদী শাসনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ, ফেরি ও লঞ্চ ঘাট স্থানান্তর এবং নির্মাণে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয় বেড়ে গেছে বলে জানান মন্ত্রী।

এসময় মন্ত্রীর সঙ্গে পদ্মাসেতু প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পদ্মাসেতু প্রকল্প এলাকা ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।