ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে অর্ধশত শিশু ও বৃদ্ধকে চশমা-সাদা ছড়ি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
সাদুল্যাপুরে অর্ধশত শিশু ও বৃদ্ধকে চশমা-সাদা ছড়ি বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিনামূল্যে ৩১ জন দৃষ্টি প্রতিবন্ধীকে চশমা (দৃষ্টি শক্তি কম) ও ২৭ জন অন্ধকে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসব চমশা ও সাদা ছড়ি বিতরণ করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকতার আলম ডন, ডিআইএমও ডা. লুৎফর রহমান, চাইল্ড সাইট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার অমিয় কুমার সরকার ও কমিউনিটি ম্যানেজমেন্ট সেন্টারের (সিএমসি) প্রধান নির্বাহী আমিনুল ইসলাম সরদার প্রমুখ।

এর আগে গত ১৯ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলার ১১ ইউনিয়নের চার শতাধিক চক্ষু রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারদের সহায়তায় চক্ষু পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এর মধ্যে ৩১ জন চক্ষু রোগী (যাদের দৃষ্টি শক্তি কম) ও ২৭ জন অন্ধ রোগী বাছাই করা হয়।

ইউএসএআইডির আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা চাইল্ড সাইট ফাউন্ডেশন অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে এ সেবা দিয়ে আসছে।  

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।