ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রীর অশ্লীল ছবি তোলায় শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ছাত্রীর অশ্লীল ছবি তোলায় শিক্ষক আটক

দিনাজপুর: জেলার নবাবগঞ্জে ছাত্রীর অশ্লীল ছবি তোলার অভিযোগে শহিদুল ইসলাম (৪৫) নামের এক প্রাইমারী স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তার মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর অশ্লীল ছবিও উদ্ধার করা হয়।



রোববার (১০ জানুয়ারি) রাতে শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

আটককৃত শহিদুল ইসলাম উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চকনওদাও গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ও ওই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, এক ছাত্রীর অশ্লীল ছবি তোলার অভিযোগে শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। পরে তার মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর ছবি উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাতেই নবাবগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।