ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে অটোরিকশা চাপায় ব্যবসায়ী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
নবাবগঞ্জে অটোরিকশা চাপায় ব্যবসায়ী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায়  দেলোয়ার হোসেন দেলু (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে শিশুসহ আহত হয়েছেন আরও দু’জন।



সোমবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার নতুন বান্দুরা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

নিহত দেলোয়ার বারুযাখালী ইউনিয়নের উত্তর আলালপুর এলাকার বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী, পুরাতন বান্দুরা বাজারে স্টার ব্যাটারি নামে তার একটি দোকান রয়েছে বলে জানিয়েছে তার চাচাতো ভাই মোসলেম উদ্দিন।

তিনি বাংলানিউজকে বলেন, সকালে দোকানে যাওয়ার উদ্দেশে আলালপুর এলাকার স্ট্যান্ড থেকে একটি অটোরিকশায় ওঠেন দেলোয়ার। এ সময় অটোরিকশায় শিশুসহ পাঁচজন যাত্রী ছিলো। পথে অটোরিকশাটি বান্দুরা ব্রিজ পাড় হতে গেলে হঠাৎ উল্টে যায়। এতে ওই অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই দেলোয়ার নিহত ও শিশুসহ আরও দু’জন আহত হয়।

এ ঘটনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।