ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৌদিতে নারী শ্রমিকের সঙ্গে যেতে পারবেন স্বামী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
সৌদিতে নারী শ্রমিকের সঙ্গে যেতে পারবেন স্বামী ছবি: ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ থেকে নেওয়া নারী শ্রমিকের সঙ্গে তার স্বামী বা নিকটাত্মীয় (পুরুষ) সৌদি আরবে যেতে পারবেন। ২০১৫ সালের নভেম্বরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এ বছরের শুরুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সৌদি আরব সফরে বিষয়টি চূড়ান্ত হয়েছে।


 
সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি আরবে সফর করেছেন। সফরে তাদের সঙ্গে সৌদি সরকারের করা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দেশটিতে বাংলাদেশ থেকে নেওয়া নারী শ্রমিকের সঙ্গে তার স্বামী বা নিকটাত্মীয় যেতে পারবেন।
 
এর আগে ৬ জানুয়ারি প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, গৃহস্থলী কাজসহ ১২টি ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী সৌদি সরকার। এদের মধ্যে মালি, চালকসহ অন্য কয়েকটি ক্যাটাগরিতে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করতে পারবেন। এক্ষেত্রে নারীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য তারা তাদের স্বামী বা একজন নিকটাত্মীয় সঙ্গে নিতে পারবেন। শিগগিরই দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় বিষয়টি ঠিক করা হবে।
 
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা যদি ২ লাখ নারী শ্রমিক দিতে পারি, এর সঙ্গে ২ লাখ পুরুষ শ্রমিক নেবে সৌদি সরকার।

বাংলাদেশ সময় : ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।