ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৫ সচিব পদে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
৫ সচিব পদে বদলি

ঢাকা: দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগসহ প্রশাসনের ৫ সচিব পদে রদবদল করা হয়েছে।
 
সোমবার (১১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।


 
আদেশে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. আব্দুল জলিলকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক অতিরিক্ত আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।  
 
এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়। অপরদিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামকে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়।
 
অপর এক আদেশে পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. আব্দুর রব হাওলাদারকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসএমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।