ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
রংপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত ছবি: প্রতীকী

রংপুর: রংপুরের মাহিগঞ্জে যাত্রীবাহী বাসের নিচে চ‍াপা পড়ে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী।

এরা হলেন-সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবার রহমান (৬৩) ও তার স্ত্রী রেজিয়া বেগম নাজমা (৫৩)।



সোমবার (১১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে মাহিগঞ্জ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফওয়াজুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই দম্পতি মোটরসাইকেলে করে নগরীর আরকে রোডের বাসা থেকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ রেলবাজার এলাকায় নিজ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে মাহিগঞ্জ কলেজের সামনে পীরগাছা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাসকে অতিক্রম করতে গেলে বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। তাদের বহনকারী মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।