ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
দিনাজপুরে গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

দিনাজপুর: ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর উপজেলার আমবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



নিরাপদ সড়ক চাই’র আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।


তিনি বলেন, সবাই অত্যন্ত গাড়িতে উঠার সময় চালককে আস্তে ও দেখে-শুনে গাড়ি চালাতে বলবেন। তাহলে সড়ক দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাব।

স্থানীয় সমাজসেবক সাইফ উদ্দীন শাহের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমীন, দিনাজপুর বিআরটিএর অতিরিক্ত সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী প্রমুখ।

এরআগে আমবাড়ী কুমাড়পাড়া থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।  

কর্মশালা শেষে একশ গাড়ি চালকের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।