ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বনফুলের কর্মচারী খুনের ৩ আসামির রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সিলেটে বনফুলের কর্মচারী খুনের ৩ আসামির রিমান্ড মঞ্জুর ছবি : প্রতীকী

সিলেট: সিলেটে বনফুলের দুই কর্মচারি খুনের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।



রিমান্ডপ্রাপ্তরা হলেন- পংকি, রকি ও জামাল।

সিলেট মহানগরীর পুলিশের (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ তিন আসামিকে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহপরান থানার (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আলমগীর ও রায়হান।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার (১২ জানুয়ারি) গ্রেফতার এ দু’জনের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

শুক্রবার (০৮ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলার খাদিমপাড়া বিসিক শিল্পনগরীতে দুর্বৃত্তদের হামলায় খুন হন বনফুলের দুই কর্মচারী রাজু মিয়া (১৯) ও  তাবু মিয়া (২৫)। গুরুতর আহত হন বনফুলের কর্মচারী রাসেল আহমদ (২২)।

নিহত রাজু চাঁদপুর জেলার হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে ও তাবু মিয়া শরিয়তপুরের ধামড়া ধনই গ্রামের হাসু ডাক্তারের ছেলে।

খুনের ঘটনায় শুক্রবার দিনগত রাতে নিহত রাজু মিয়ার ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে নগরীর শাহপরান থানায় অজ্ঞাত আট থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এনইউ/ওএইচএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।