ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
রাজধানীতে পৃথক ঘটনায় ২ যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কাফরুলে টাকা দিয়েও চাকরি না পেয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রাকিবুল ইসলাম (২৭) নামে ওই যুবক মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে আত্মহত্যা করেন।

তার বাবার নাম এলাহীবক্স। বাড়ি নওগাঁ জেলার বদরগাছি এলাকায়। বর্তমান ঠিকানা উত্তর ইব্রাহীমপুর, কাফরুল ৩৭৯নং বাসা।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মুনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, শাহ অালম নামে একজনের কাছে ওই যুবক টাকা দিয়েছেন। তবে চাকরি পাননি, সে জন্য হতাশায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

রাকিবুলের মামামো ভাই সাকিব জানান, কয়েক মাস আগে নওগাঁ থেকে তিনি হিসাব বিজ্ঞানে অনার্স সম্পন্ন করে ঢাকায় চাকরির জন্য আসেন।

এদিকে অপর ঘটনা হলো, রাজধানীর আজিমপুরে এক নির্মাণ শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার নাম গাফ্ফার (২৪)।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

ঘটনা প্রসঙ্গে আরেক শ্রমিক হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, আজিমপুর বটতলায় একটি বাড়িতে কাজের সময় বিদ্যুতস্পৃষ্ট হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।