ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সার্ক মহাসচিবসহ বিভিন্ন মন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সার্ক মহাসচিবসহ বিভিন্ন মন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা: ষষ্ঠ এশিয়ান কনফারেন্স অন স্যানিটেশন (স্যাকোসান) সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ সফররত সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা ও বিভিন্ন দেশের মন্ত্রীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।



এর আগে তাঁরা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধুর বর্ণিল রাজনৈতিক জীবন সম্পর্কে অবহিত হন। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা।

পরিদর্শনকারী মন্ত্রীরা হলেন, ভারতের পরিবেশ উন্নয়ন, পানি ও পয়ঃনিষ্কাশন মন্ত্রী বীরেন্দ্রর সিং, শ্রীলংকার শহর পরিকল্পনা ও পানি সরবরাহ মন্ত্রী রউফ হাকিম, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী ড. পান্ডপ সেরিং, আফগানিস্তানের পল্লী উন্নয়ন মন্ত্রী আতিকউল্লাহ খোয়াসী, নেপালের পানি সরবরাহ মন্ত্রী প্রেম বাহাদুর সিং ও সার্ক দেশসমূহের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।