ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ জয়নুল উদ্যানে হামলার ঘটনায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ময়মনসিংহ জয়নুল উদ্যানে হামলার ঘটনায় জিডি

ময়মনসিংহ: ময়মনসিংহের জয়নুল উদ্যান পার্কে হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা পার্কের সৌন্দর্যবর্ধনের উপকরণের পাশাপাশি ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।



এ ঘটনায় মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ পৌরসভার সচিব জাহাঙ্গীর আলম কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে ব্রহ্মপুত্র নদের ওপার থেকে আসা ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত উদ্যানের চটপটি বিক্রেতা সজীবের নেতৃত্বে পার্কের সৌন্দর্যবর্ধন কাজের উপকরণ ও বিভিন্ন ব্যানার, ফেস্টুন পুড়িয়ে দেয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।