ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক সিদ্দিকুরের বাড়ি পুড়িয়ে দেওয়ায় নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সাংবাদিক সিদ্দিকুরের বাড়ি পুড়িয়ে দেওয়ায় নিন্দা

ঢাকা: বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার সিদ্দিকুর রহমানের বরগুনার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএসআরএফ।

সিদ্দিক জানিয়েছেন, সোমবার (১১জানুয়ারি) দিবাগত রাতে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় একদল সন্ত্রাসী তার বরগুনার আমতলী বাজারখালী গ্রামের বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।

এ সময় বাড়িটিতে তার পরিবারের কেউ ছিলেন না।

তিনি আরও জানান, তার পরিবারের সদস্যরা বর্তমানে পটুয়াখালী শহরে তাদের নিজস্ব বাসায় বসবাস করেন। তিনি নিজে কর্মসূত্রে ঢাকায় বাস করেন। এ কারণে বাসাটিতে কেউ থাকেন না। বাড়িটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

বিষয়টি জানার পরই স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান সিদ্দিকুর রহমান।

বিএসআরএফ এক বিবৃতিতে মঙ্গলবার (১২ জানুয়ারি) এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএমএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।