ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৬ শুরু হচ্ছে বুধবার (১৩ জানুয়ারি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা সমাপ্ত হবে।



মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এমন তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোহাম্মদ ছাইদুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) ও জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী আয়োজিত মেলায় চারটি প্যাভিলিয়য়নে ই-সেবা, শিক্ষা, ই-কমার্স এবং তরুণ উদ্ভাবক-প্রদর্শনী ও প্রতিযোগিতা ক্যাটাগরিতে মোট ৪২টি স্টল থাকবে।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। সরকারি ই-সেবাসমূহ প্যাভিলিয়ন হতেই পর্চা আবেদন গ্রহণ ও ডেলিভারি, ব্যাংক, বীমাসহ সব আর্থিক প্রতিষ্ঠানের ই-সেবাসমুহ, বিআরটিএ’র অনলাইন লাইসেন্স’র কার্যক্রম, পাসপোটর্ট আবেদন গ্রহণ, ইটিআইএন রেজিস্ট্রেশন, ডিজিটাল সেন্টার স্টলৈ হতে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংসহ ১০৭টি সেবা এবং ডাক বিভাগের অনলাইন কার্যক্রম প্রদর্শন হবে।

মেলায় প্রচারিত হবে অনলাইন কৃষি সেবা, মানক বিরোধী প্রচারণা। এছাড়া শিক্ষা প্যাভিলিয়নে সায়েন্স কিটবক্স, শিক্ষার উদ্ভাবনী উপকরণ, শিক্ষা বিষয়ক মুক্ত পাঠ, মাল্টিমিডিয়া ক্লাস, শিক্ষা বাতায়ন।

সেইসঙ্গে অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ সৃষ্টি করতে ই-কমার্স প্যাভিলিয়নে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণ থাকছে মেলায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম আয়োজিত ১০টি সামাজিক সমস্যা সমাধানের জন্য ‘সলভ-এ-থোন’ প্রতিযোগিতার প্রথম রাউন্ড এবারের উদ্ভাবনী মেলায় অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন। তাছাড়া প্রথম ও দ্বিতীয় দিনে ই-কমার্স ও আইটসোর্সিং বিষয়ক পৃথক দুইটি সেমিনার আয়োজন করা হয়েছে।

প্রতিদিন মেলায় আগত দর্শনার্থীদের মধ্য থেকে অনলাইন র‌্যাফেল ড্র’র মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে।

মতবিনিময়কালে সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেন, ডিজিটাল উদ্ভাবনী মেলাকে এক সময় মানুষের হাতের কাছে নিয়ে যাওয়া হবে। সেদিন আর বেশি দূরে নয়। আগামীতে ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল মেলা হবে। মেলাকে সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এনইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।