ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়ীয়ায় দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ব্রাহ্মণবাড়ীয়ায় দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়ীয়া: ব্রাহ্মণবাড়ীয়ায় সংঘর্ষের জেরে মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়ীয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



এ ঘটনা তদন্তে চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজ মাহবুবুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে বাদ আছর নিহত ওই মাদ্রাসা ছাত্রে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ঘটনার পর থেকে এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।