ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহপরীর দ্বীপে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
শাহপরীর দ্বীপে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার ছবি : প্রতীকী

কক্সবাজার: টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসব ইয়াবার বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।



কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার রতন মিয়ার নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা উত্তরপাড়ার নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময় : ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।