ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ব্রাহ্মণবাড়িয়ায় ‘মাদ্রাসায় হামলা, ছাত্র হত্যা ও নির্বিচারে গুলি করা’র প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আসরের নামাজের পর নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে বের হওয়া মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।



পথসভায় বক্তারা বলেন, মাদরাসায় হামলা এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বরদাশত করতে পারে না। অবিলম্বে ছাত্র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এছাড়া বন্ধ মাদরাসাগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় ছাত্র জমিয়ত সিলেট থেকে আন্দোলনের সূচনা করবে এবং যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।