ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাঘায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বাঘায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

রাজশাহী: রাজশাহীর বাঘায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতরা হলেন- মুর্শিদপুর গ্রামের মহসিনসহ তার পক্ষের মোয়াজ্জেম, আজিজুল, আশরাফুল, গোলাম মোস্তফা, মোকাদ্দেস ও আমোদপুর গ্রামের অন্য পক্ষের আলমসহ রবিউল, আবুল কালাম, রহিলা, আছিয়া, ববিতা ও উর্মিলা। তাদের বাঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলম মোয়াজ্জেম ও আজিজুল নামে অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঘা হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, উপজেলার আমোদপুর গ্রামে আলম ও মহসিনের সঙ্গে জমির দখল নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে উভয়পক্ষ বর্তমানে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।