ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আওয়ামী লীগের সময় মিডিয়া সম্পূর্ণ স্বাধীন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আওয়ামী লীগের সময় মিডিয়া সম্পূর্ণ স্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণ স্বাধীন মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে। ’

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।



২০০১ পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকারের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ ছিল বাকস্বাধীনতা হরণের দেশ, সাংবাদিক নির্যাতনের দেশ।

সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। সাংবাদিকদের সহায়তায় এ পর্যন্ত ৩ কোটি ৮০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে বেসরকারি ৩২টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদনের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

জাতীয় সম্প্রচার নীতিমালাসহ তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

দুর্নীতি দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করেছি। কমিশন স্বাধীনভাবে কাজ করছে।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়:  ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমইউএম/এএ

** খালেদার সন্ত্রাসী কর্মকাণ্ড জনসমর্থন পায়নি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।