ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ এখন ব্রান্ড নেম

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বাংলাদেশ এখন ব্রান্ড নেম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

ঢাকা: বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের গৌরবময় অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষায় বাংলাদেশ এখন একটি ‘ব্র্যান্ড নেম’।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।



‘বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি’র কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা শান্তি এবং সহ-অবস্থানে বিশ্বাসী। আমাদের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য “সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে বৈরিতা নয়”। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূলনীতির উপর ভিত্তি করে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন পথ রচনায় সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আলোচনার মাধ্যমে আমরা ভারতের সাথে স্থলসীমানা সমস্যার শান্তিপূর্ণ সমাধান ও ৫২ হাজার ছিটমহলবাসীর ৬৮ বছরের মানবেতর জীবনের অবসান, মায়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমার শান্তিপূর্ণ সমাধান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান এই চার দেশের মধ্যে মোটর ভেহিক্যাল চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ’

বক্তব্যে আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা এমডিজি ১ থেকে ৬ অর্জন করেছি। বাংলাদেশ এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ-সাউথ অ্যাওয়ার্ড এবং ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি’ পুরস্কার পেয়েছে। এমডিজির মত আমরা জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। ’

শেখ হাসিনা বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করায় জাতিসংঘ আমাকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কারে ভূষিত করেছে। প্রিয় দেশবাসী, এ সম্মান আমি আপনাদের উৎসর্গ করলাম। তথ্য প্রযুক্তি প্রসারের জন্য আইটিইউ আমাদের ‘আইসিটি ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান করেছে। ’

বাংলাদেশের প্রতিনিধির জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর চেয়ারপার্সন নির্বাচিত হওয়া, ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ‘ইউনেস্কো ক্যাটাগরি-২ ইনস্টিটিউট’-এর মর্যাদা প্রদান এবং বাংলাদেশের প্রতিনিধির ইউনেস্কো সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা নিজের বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

খেলাধুলায় বাংলাদেশের সফলতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আমরা পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েকে পরাজিত করেছি।

খেলাধুলায় নারীদের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের মেয়েরা এএফসি অনুর্ধ্ব-১৪ ফুটবলে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় নারী ক্রিকেট দল জায়গা করে নিয়েছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমইউএম/আরআই

** আওয়ামী লীগের সময় মিডিয়া সম্পূর্ণ স্বাধীন
** খালেদার সন্ত্রাসী কর্মকাণ্ড জনসমর্থন পায়নি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।