ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
না’গঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরের কেওঢালা এলাকায় বাস চাপায় দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- ঢাকার সূত্রাপুর থানার ১৭নং জাস্টিস লালমোহন দাস লেনের শংকর দত্তের ছেলে রানা দত্ত ও কোতয়ালী থানার শাখারীবাজার এলাকার জয়। এদের দুজনেরই বয়স আনুমানিক ২৮।

নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহবুব প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত দুই যুবক গল্প করতে করতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দুরপাল্লার বাস তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বিএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।