ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনার থেকে প্রাণে বাঁচলেন সাংবাদিক বিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
দুর্ঘটনার থেকে প্রাণে বাঁচলেন সাংবাদিক বিকুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলেন সাংবাদিক বিকুল। ব্রেক ফেল করে বড় রকমের এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ও দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার বিকুল চক্রবর্তী।


 
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা বাগানের ফাঁড়ি বাগান চাতালী চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।
 
বর্তমানে তিনি এবং তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।
 
বিকুল চক্রবর্তী বাংলানিউজকে বলেন, চাতালী চা বাগানে গাড়ি ঘুরানোর সময় ব্রেক ফেল করে গাড়িটি সড়কের ঢালের দিকে নামতে থাকে। সঙ্গে সঙ্গে গাড়িটি কাত হয়ে দুবার পল্টি খেয়ে পার্শ্ববর্তী ডোবায় আছড়ে পড়ে। এ সময় গাড়ির ভেতরে আটকা পড়ে গভীর পানিতে তলিয়ে যান সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী ও তার স্ত্রী চাতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চৈতালী চক্রবর্ত্তী।  
 
ঘটনার পর পরই চা বাগানের শ্রমিক ও চাতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করেন।
 
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বিবিবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।