ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় যান চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ঘন কুয়াশায় যান চলাচলে ধীরগতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলছে। অধিকাংশ বাস-ট্রাককে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।



দুর্ঘটনা এড়াতে সরকার রাতের বেলা মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৪০-৫০ কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে। তারপরও প্রতিদিনই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা।

তবে বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ঢাকা-আরিচা  মহাসড়কের কোথাও কোনো দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি।

সরেজমিনে মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাস স্ট্যান্ডে পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রায় অর্ধশত যাত্রীদের। ঘনকুয়াশায় যানবাহন চলাচলে ধীরগতির কারণেই খুব অল্প পরিসরে স্থানীয় বাস (লোকাল বাস) চলাচল করছে বলেও দাবি তাদের।

সাভারের পোশাক কারখানার শ্রমিক লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সোয়া ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত তিনি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। এতে করে সময় মতো অফিসে পৌঁছানোর কোনো সম্ভাবনাও নেই বলে জানান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, অতিরিক্ত ঘনকুয়াশার কারণে মহাসড়কে প্রতিদিনই ৩/৪ করে ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। তবে সকাল ৮টা পর্যন্ত মহাসড়কে দুঘটনার কোন তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঘনকুয়াশার কারণে দক্ষিণাঞ্চলের ২২টি জেলার সঙ্গে যাতায়াতের অন্যতম যোগাযোগ মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল ৭টা থেকেই ফেরিসহ সব প্রকারের নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানান পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।