ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি জব্দ, আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
গুলিস্তানে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি জব্দ, আটক ৯

ঢাকা: রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি-ডিভিডিসহ ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১৩ জানুয়ারি) র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদ আলমের পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।



এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার রাতে গুলিস্তানে অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। এ সময় পাইরেসির হোতা সাগর ওরফে জনি চৌকিদার, ইউনি হারবালের মালিক হাকিমসহ ৯জনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ২৫ হাজার পাইরেটেড সিডি-ডিভিডি, দু’টি বিদেশি পিস্তল, ইয়াবাসহ পাইরেসির বিভিন্ন মালামাল জব্দ করে র‌্যাব।

সকাল সাড়ে ১১টার দিকে এফডিসিতে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ওই খুদেবার্তায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬, আপডেট: ১০৪৩ ঘণ্টা
এসজেএ/এমএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।