ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বাগেরহাটে আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাট শহরের রেলরোডে এলাকায় অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও একটি গুদাম ঘর পুড়ে গেছে।

বুধবার (১৩ জানুয়ারি) ভোরে বাগেরহাট পৌর শহরের রেল রোডে এলাকার একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



আগুনে স্থানীয় রুস্তুম পালয়ান, মোহন শেখ, মাছুম শেখ, ইয়াকুব আলী, ফারুক খান ও অমল সাহার বসতঘর ও অমল সাহার ভাড়া দেওয়া কোকলা ফুড প্রোডাক্টের একটি গুদাম সম্পূর্ণ পুড়ে গেছে।

মৃত রুস্তুম পাহলানের স্ত্রী মনোয়ারা বেগম জানান, রাত সাড়ে তিনটার দিকে তার বসত ঘরের পাশে মহম শেখের ঘরে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তি মহমের বোন হাসিনা বেগমের ঘর থেকে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। মহম শেখ ও হাসিনার ঘরে ওই রাতে কেউ ছিলনা।

বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন তিতাস বাংলানিউজকে জানান, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট  ঘটনাস্থালে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ের মধ্যে ৬টি বসতঘর ও একটি গুদাম ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, রেলরোড এলাকার ওই কলোনিতে শহরের নিম্ন আয়ের লোকেদের বসবাস ছিলো। পৌরসভার পক্ষ থেকে সর্বস্ব হারানো পরিবারগুলোকে কম্বল ও আর্থিক সহযোগিতা দেবার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।