ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি: প্রতীকী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এর মধ্যে আইয়ুব আলী (২৮) নামে একজনের নাম জানা গেছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
 
বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।

আইয়ুব আলী পঞ্চগড় সদর উপজেলার বেগুনপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে।

আহতরা হলেন, নিহত আইয়ুব আলী স্ত্রী বেলি আকতার (২৮), ঠাকুরগাঁও এগারো মাইল ঝলঝলি গ্রামের জবেদা বেগম (৫০), পঞ্চগড়ের বোদার সুরুজ্জামান (৪০), আলাউদ্দিন (৬০)। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অন্য ৩ জন আহতের নামপরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে আসা পঞ্চগড় গামী যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যায়।
 
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ দুর্ঘটনার তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।