ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
গাইবান্ধার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

গাইবান্ধা: গাইবান্ধা সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল মোমিন খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।



তিনি বলেন, নানা অনিয়ম-দুর্নীতি ও সরকারের কাজে অসহযোগীতার অভিযোগে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম আজমের বিরুদ্ধে পরিষদ থেকে অনাস্থা প্রস্তাব আনা হয়।

ওই প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গৃহীত হওয়ায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।