ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে গুলশান হোটেল গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
সিলেটে গুলশান হোটেল গ্রেনেড হামলা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য দিচ্ছেন দুই সাক্ষী শঙ্কর চক্রবর্তী ও মিজানুর রহমান।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় মহানগর মুখ্য হাকিম মো. ইখতিয়ার বিন আজিজের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।



এরআগে এ মামলার আসামি মুফতি আব্দুল হান্নানসহ আটজনকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরী।  

বিশেষ ক্ষমতা আইনে মামলাটি অত্র আদালতে দায়রা ৭৪/২০১৩ নম্বরে রেকর্ডভুক্ত হয়ে ২০১৫ সালের ১৫ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
 
২০০৪ সালের ৭ আগস্ট নগরীর তালতলায় অবস্থিত হোটেল গুলশানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম নিহত হন।

আহত হন আওয়ামী লীগের বর্তমান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজসহ ১৯ নেতাকর্মী। ভাগ্যক্রমে রক্ষা পান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।