ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুগ্ধ উৎপাদনে ২শ’ কোটি টাকার ঋণ বিতরণ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
দুগ্ধ উৎপাদনে ২শ’ কোটি টাকার ঋণ বিতরণ শুরু

ঢাকা: বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে গ্রহীতা পর্যায়ে দুই শ’ কোটি টাকার ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কেবল ৫ শতাংশ সুদে এসব ঋণ দেওয়া হচ্ছে।



বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি নির্বাচিত কয়েকজন ঋণ গ্রহীতার হাতে চেক তুলে দিয়ে বিতরণ কাজের সূচনা করেন।

প্রধানমন্ত্রী ঋণের টাকা যথাযথভাবে ব্যবহার করতে গ্রহীতাদের প্রতি আহ্বান জানান। ঋণ সুবিধাসহ সরকারের দেওয়া নানা সেবা কৃষকের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোহাম্মদ মাসুদুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমইউএম/আইএ

** কারো কাছে ভিক্ষা চাইতে যাবো না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।