ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
শ্যামনগরে ট্রলির ধাক্কায় শিশু নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ট্রলির ধাক্কায় রাজ (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার( ১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



রাজ রমজাননগর ইউনিয়নের তারালীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও ভেটখালী ফুলকড়ি কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজকে নিয়ে তার মা ভেটখালী ফুলকড়ি কিন্ডার গার্টেনে যাওয়ার সময় স্কুলের কাছাকাছি পৌঁছালে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।