ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বধ্যভূমি নয়, বিকল্প জায়গায় সাইলো হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বধ্যভূমি নয়, বিকল্প জায়গায় সাইলো হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বধ্যভূমি যেখানে ছিলো সেখানেই থাকবে। অত্যাধুনিক খাদ্য গুদাম (সাইলো) বরিশালের অন্য কোথাও নির্মাণ করা হবে।

 

রোববার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিনি কীর্তনখোলা নদীর তীরে ত্রিশ গোডাউন সংলগ্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন- বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, বরিশাল বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, বধ্যভূমি যেখানে ছিলো সেখানেই থাকবে। এর বাইরে জায়গা বের করতে হবে যেখানে আধুনিক খাদ্য গুদাম (সাইলো) নির্মাণ হবে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন বধ্যভূমি আগের জায়গায় থাকবে, বিকল্প জায়গা বের করে সাইলো নির্মাণ করতে হবে।

মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের প্রস্তাবিত সাইলো (আধুনিক গোডাউন) বরিশালেই হবে। এ লক্ষ্যেই প্রস্তাবিত এবং বিকল্প জায়গা পরিদর্শন করা হচ্ছে।

উল্লেখ্য বিশ্বব্যাংকের অর্থায়নে বরিশালে ২শ’ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন খাদ্য শস্য ধারণ ক্ষমতাসম্পন্ন একটি স্টিল সাইলো (আধুনিক গোডাউন) নির্মাণ করা হবে। এ লক্ষ্যে গত বছর শেষের দিকে কীর্তনখোলা নদী তীরবর্তী বধ্যভূমি সংলগ্ন একটি জলাশয় ভরাটের কাজ শুরু করে খাদ্য বিভাগ। এতে আপত্তি জানায় স্থানীয় মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজ।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।