ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
সারিয়াকান্দিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন ও পরিবার প্রতি নগদ তিন হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন।



এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি পৌরসভার মেয়র আলমগীর শাহী সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি মমতাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও প্রকল্প বাস্তবায়ন অফিসার সারওয়ার আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।