ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে ঋণগ্রহীতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
তেজগাঁওয়ে ঋণগ্রহীতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় সমিতির ঋণের টাকা দিতে না পারায় কামরুল ইসলাম নামে (৪০) এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার থানায় মামলা করতে চাইলেও পুলিশ তা নেয়নি।



রোববার (১৭ জানুয়ারি) বিকেলে কামরুলের ভাগিনা রানা বাংলানিউজের কাছে এ অভিযোগ করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্য কুনি পাড়ার কাজী ভবন এলাকার ২৩/১ সি বাসায় থাকতেন কামরুল। পেশায় রাজমিস্ত্রি হলেও তার উত্তরায় একটি মুদি দোকান ছিল। তিনি কুনি পাড়ার ‘বন্ধুজন ইলেক্ট্রনিক্স সমিতি’র ঋণগ্রহীতা ছিলেন।
 
পরিবারের লোকজন জানায়, গত শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে মাইক্রোবাস যোগে কামরুলকে ধরে নিয়ে এসে পিটিয়ে আহত করা হয়। পরে অসুস্থ অবস্থায় জোর করে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা বলে চালিয়ে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
 
ব্যবসায়িক কাজের জন্য কামরুল ‘বন্ধুজন ইলেক্ট্রনিক্স সমিতি’ থেকে এক লাখ টাকা ঋণ নেন। সে টাকা পরিশোধের পর তিনি আবারও এক লাখ ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু গত মাস দুয়েক হলো টাকা পরিশোধ করতে না পারায় তাকে সমিতির লোকজন অপমান করে ও শারীরিকভাবে লাঞ্চিত করে।
 
এই ‍অবস্থায় কামরুল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চলে যান। সেখানে দুই সপ্তাহ ধরে অবস্থানকালে গত পরশু (শুক্রবার) রাতে সমিতির দফতর সম্পাদক এনায়েত, কালাম, সেলিম, শাহ আলমসহ পাঁচজন মাইক্রোযোগে কামরুলকে ধরে নিয়ে আসেন। আসার পথে মাইক্রোবাসে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তিনি বাথরুমে যেতে চাইলে সেখানেও যেতে দেওয়া হয়নি। রাতেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে বিষ খাইয়ে দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায় সমিতির লোকেরা। সেখানেই কামরুলের মৃত্যু হয়।
 
রানার অভিযোগ, কামরুল বিষ খেয়ে মারা যাননি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করতে চাইলেও গতকাল রাত পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।
 
রানা বলেন, ঘটনার পর পুলিশ অভিযুক্তদের না পেয়ে দুই নারীকে ধরে নিয়ে যায়। পরে তাদের দেড় লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়।
 
এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, এখনও মামলা হয়নি। নিহতের শরীরে তেমন কোনো মারধরের আঘাতও দেখা যায় নি। তবে হাতে ক্ষত চিহ্ন দেখা দেখা গেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এনএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।