ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট চায় সংসদীয় কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট চায় সংসদীয় কমিটি

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ওপর বিশেষ অডিট রিপোর্ট চেয়েছে সংসদীয় কমিটি। ব্যাংকটির নানা অনিয়মের অভিযোগ কমিটিতে উত্থাপিত হওয়ায় অডিট অফিসকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।


 
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
 
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তৃতার ওপর ১৭ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় ‘জন্ডিসে ভুগছে’ বলে প্রকাশিত সংবাদ নিয়ে বৈঠকে আলোচনা হয়। সে আলোকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ওপর অডিট অফিসকে একটি বিশেষ অডিট পরিচালনা করে রিপোর্ট প্রদানের সুপারিশ করে কমিটি।
 
কমিটির সদস্য জাতীয় পার্টির এমপি এ কে এম মাঈদুল ইসলাম প্রস্তাবটি বৈঠকে উত্থাপন করেন। পরে সর্বসম্মতক্রমে অডিট অফিসকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
 
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংককে দুপুরে ও রাতে সরকারি খাবার দেওয়া হয়। সরকারি অন্যান্য ব্যাংককে এই সুবিধা না দিলেও বাংলাদেশ ব্যাংককে কেন এই সুবিধা দেওয়া হচ্ছে সে বিষয়টিও জানতে চেয়েছে সংসদীয় কমিটি।
 
বৈঠক শেষে কমিটির সদস্য ডা. রুস্তম আলী ফরাজী সাংবাদিকদের বলেন, পত্রিকায় খবর এসেছে, জনপ্রশাসন মন্ত্রী বলেছেন, বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রী জন্ডিসে আক্রান্ত। তাই কমিটি মনে করে, তার কথার কোনো না কোনো ভিত্তি আছে। সেজন্য কমিটি বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
 
বৈঠকে ব্যাংক ঋণের উচ্চ সুদের হার নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংকের সুদের হার ২ থেকে ৫ শতাংশ। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। সেজন্য কমিটি আগামীতে ব্যাংকিং খাত নিয়েও পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
 
কমিটির সভাপতি ড. মহিউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন সদস্য মো. অফসারুল আমীন, বেগম রেবেকা মমিন, এ কে এম মাঈদুল ইসলাম এবং মো. রুস্তম আলী ফরাজী।

বৈঠকে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিঅ্যান্ডএজি) মাসুদ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বি-পাক্ষিক এবং কনস্যুলার বিভাগের সচিব মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।