ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পে-স্কেল সংশোধন নয়, সমন্বয় হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পে-স্কেল সংশোধন নয়, সমন্বয় হবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: অষ্টম জাতীয় বেতন কাঠামো সংশোধন নয়, সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।


 
পে-স্কেল সংশোধনের ন্যূনতম সুযোগ রয়েছে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নো, পে-স্কেল সংশোধনের কোনো সুযোগ নেই। এসব আন্দোলনের ভিত্তি হল গ্রহণযোগ্যতা। রিপোর্ট পড়ার কারো সময় নেই। আদেশ ইস্যু হওয়ার সময় দেওয়ার সুযোগ নেই। আন্দোলনে চলে যাচ্ছে। তাদের আন্দোলন অযৌক্তিক।
 
প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি)-বিসিএস আন্দোলন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন. প্রকৃচির কিছু ভুল বোঝাবুঝি ছিল। আমাদেরও একটু দোষ ছিল। একটি জায়গায় পরিষ্কার করা উচিত ছিল। অর্থ সচিবের সঙ্গে সমাধানের জন্য কথা হয়েছে।
 
বাংলাদেশ ব্যাংকের পৃথক বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রী বলেন, এটা একটি ভুল হয়েছে। সচিব সভায় এটা ঠিক করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, শিক্ষকদের বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। শিক্ষকদের আন্দোলনের সমাধান হবে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, শিক্ষকরা শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। তাদের নেগোসিয়েশন চলছে। দেখা যাক কি হয়? যখন ফাইনাল হবে, তখন দেখা যাবে, কিভাবে সমন্বয় করা যায়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫/আপডেট: ১৬১৮ ঘণ্টা
এসএমএ/এইচআর/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।