ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি

গুলশান-২ গোল চত্বরে গণজাগরণ মঞ্চের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
গুলশান-২ গোল চত্বরে গণজাগরণ মঞ্চের অবস্থান ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান থেকে: গণহত্যার দায় অস্বীকার, জঙ্গি মদদ ও কূটনৈতিক শিষ্ঠাচার ভঙ্গের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে রাজধানীর গুলশান-২ গোল চত্বরে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে গুলশান পূবালী ব্যাংকের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।



গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের দাবি পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশান-২ গোল চত্বরে গণজাগরণ মঞ্চের কর্মীরা পৌঁছালে পুলিশ রিয়াজ এবং সোহেল নামে দুইজনকে আটক করে।

সমাবেশে ইমরান এইচ সরকার আরও অভিযোগ করেন, বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালিত হয় পাকিস্তানের অর্থায়নে। সরকার একদিকে জঙ্গি দমন করছে, অন্যদিকে পাকিস্তান দূতাবাসকে নিরাপত্তা দিচ্ছে।

এদিকে গণজাগরণ মঞ্চের কর্মসূচিকে গুলশান এলাকায় অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বনানী থেকে গুলশান-২ গোল চত্বর পর্যন্ত রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের এপিসি প্রস্তুত রাখা হয়েছে, এছাড়াও বহুতল ভবনের ওপর থেকে নজর রাখা হচ্ছে।

এ প্রসঙ্গে গুলশান বিভাগের এডিসি আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, গুলশান ডিপ্লোম্যাটিক জোন হওয়ায় ঘেরাও কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হবে।

তবে গণজাগরণ মঞ্চের কোনো কর্মীকে আটক করা হয়েছে কিনা তা জানাতে পারেননি আহাদ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এটি

‍** পাকিস্তান দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।