ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শোকবাণীতে প্রধানমন্ত্রী

আলতাফ মাহমুদ ছিলেন আপোষহীন, অগ্রগামী সাংবাদিক নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আলতাফ মাহমুদ ছিলেন আপোষহীন, অগ্রগামী সাংবাদিক নেতা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশিষ্ট সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে তিন দশক সদ্য প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ সাংবাদিকতা জগতে নিজের কর্ম ও প্রতিভা দিয়ে সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।

পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন ও অগ্রগামী সাংবাদিক নেতা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ৭৫’ এর আগস্ট ট্রাজেডির পর সামরিক জান্তারা এদেশে জাতির পিতার নাম নেওয়ার ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তখন সাপ্তাহিক খবর ও দৈনিক খবর পত্রিকায় বঙ্গবন্ধুর কথা তুলে ধরে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আলতাফ মাহমুদ।

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা ও সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আলতাফ মাহমুদের এ অকালে চলে যাওয়ায় সাংবাদিকতা জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। দেশ-জাতি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। কর্মের মাঝেই তিনি বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্পাইনাল কডে অপারেশন পরবর্তী জটিলতায় ইন্তেকাল করেন আলতাফ মাহমুদ। তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

বাংলাদেশ সময় ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।