ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আলতাফ মাহমুদের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আলতাফ মাহমুদের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক আলতাফ মাহমুদ - আসাদুজ্জামান নূর

ঢাকা: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

রোববার (২৪ জানুয়ারি) ‍দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।



একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংস্কৃতিমন্ত্রী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলতাফ মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।