ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

২১ গরুসহ ৩ ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
২১ গরুসহ ৩ ভারতীয় নাগরিক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তে ২১টি ভারতীয় গরুসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
রোববার (২৪ জানুয়ারি) সকালে বাড়াদী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন- ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার মায়া ঘোষের ছেলে বাবন ঘোষ (১৯), শীলমনি হালদারের ছেলে সুজয় হালদার (২০) ও একই এলাকার রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে রজত বিশ্বাস (২০)।
 
চুয়াডাঙ্গা ৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ দুপুরে প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়াদী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে কামারপাড়া গ্রামের মাঠ থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করে। গরুগুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিলো বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।  
 
আটক ২১টি গরু দর্শনা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।