ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভুলে ভরা পাঠ্যপুস্তক, সংসদে ক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ভুলে ভরা পাঠ্যপুস্তক, সংসদে ক্ষোভ

জাতীয় সংসদ ভবন থেকে: সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণকৃত নতুন পাঠ্যপুস্তকে অসংখ্য ভুল রয়েছে। ভুলে ভরা পাঠ্যপুস্তকে শিক্ষার্থীরা বিব্রত বলে উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।


 
তিনি এই বিষয়ে শিক্ষামন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন। যদিও তখন শিক্ষামন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বিবৃতি দাবি করেন।

গত ১ জানুয়ারি সারাদেশে একযোগে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যপুস্তকের কয়েকটি ভ‍ুল উল্লেখ করেন এ সময়।

রুস্তম আলী ফরাজী স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। গত ১ জানুয়ারি শিক্ষার্থীদের মধ্যে যে বই দেওয়া হয়েছে তা ভুলে ভরা। এই ধরনের বই কীভাবে ছাপানো হলো? আপনারা কী কিছু দেখেন না? তাই আমরা মনে করি, আজকে শিক্ষামন্ত্রী মহোদয়সহ এর সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, তাদের একটু দায়িত্ব নেওয়া উচিত, রেসপনসিবিটি থাকা উচিত। ’

তিনি বলেন, যারা জাতীয় দায়িত্ব নিয়েছেন, তাদের অবশ্যই ভালো কমিটির মাধ্যমে বই প্রকাশ করা উচিত ছিল। এ নিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সরকারেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
 
এ বিষয়ে একটি কমিটি গঠনের দাবি জানিয়ে রুস্তম আলী বলেন, এ পরিস্থিতিতে দ্রুত এক বা দুইজন মন্ত্রী (প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রীসহ) বিবৃতি দিতে পারেন। আর যদি তা না করেন, তাহলে একটি কমিটি করে তদন্ত করে দেখা হোক।

নিম্নমানের বই ছাপানোর সঙ্গে জড়িতরা রাষ্ট্রের টাকা অপচয় করেছেন বলে জানান তিনি। ভুল-ভ্রান্তিতে ভরা বই ছেলে-মেয়েদের মনে কষ্ট সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে শিক্ষামন্ত্রীকে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন রুস্তম আলী।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএম/টিআই

** দেশে হিজড়া জনগোষ্ঠী ৯ হাজার
** এমপিও শিক্ষকদের অবসর আবেদন নিষ্পত্তিতে চাই ১৮শ’ কোটি
** লুই আই কানের নকশা সংগ্রহ প্রক্রিয়াধীন
** দেশে শিক্ষার হার ৬১ শতাংশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।