ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যাট আদায়ে র‌্যাবের সহযোগিতা নেবে না এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ভ্যাট আদায়ে র‌্যাবের সহযোগিতা নেবে না এনবিআর

ঢাকা: মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতা নেবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রচলিত পদ্ধতিতে ভ্যাট আদায় অব্যাহত থাকবে।



সম্প্রতি র‌্যাবের পক্ষ থেকে ভ্যাট আদায়ে সহায়তার আগ্রহ দেখিয়ে এনবিআরকে প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রচলিত ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধনেরও প্রস্তাব দেওয়া হয়।

তবে যাচাই ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রস্তাবের বিষয়ে সম্প্রতি ‘ভ্যাট আদায়ে যুক্ত হতে চায় র‌্যাব’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  র‌্যাব থেকে প্রাপ্ত ভ্যাট সংক্রান্ত প্রস্তাবটি যথাযথভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও পর‌্যালোচনা করা হয়েছে।

প্রস্তাবটি গ্রহণযোগ্য ও বিবেচনাযোগ্য নয় বলে সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। প্রচলিত পদ্ধতিতেই ভ্যাট আদায় কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ধরনের সন্দেহ কিংবা সংশয়ের অবকাশ নেই।

বর্তমানে এনবিআর গৃহীত ‘সুশাসন ও উন্নততর ব্যবস্থাপনা’ নীতির আলোকে একটি জনবান্ধব, করদাতাবান্ধব ও ব্যবসাবান্ধব রাজস্ব প্রশাসন তৈরির লক্ষ্যে কর্মকর্তা- কর্মচারীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।